বুধবার সকাল ১০ টার দিকে মতিঝিল থানাধীন কমলাপুর এলাকার সড়ক অবরোধ করেন গার্মেন্টসটির শতাধিক শ্রমিক। পরে মতিঝিল থানা পুলিশের আশ্বাসে টাকা আজই পাবার শর্তে সড়ক অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।
শ্রমিকদের কারো দুই মাস কারো এক মাসের বেতন-ভাতা বকেয়া। করোনার কারণে গার্মেন্টস বন্ধ। করোনার জরুরি ত্রাণও পান নি তারা।
এ ব্যাপারে মতিঝিল থানার ইন্সপেক্টর তদন্ত মনির হোসেন মোল্লা জানান, বিন্নি গার্মেন্টসের মালিককে ডেকে বেতন পরিশোধের ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছি। তিনি বলেছেন, টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আজ পাবেন। ব্যাংকের মাধ্যমে সবার বিকাশ অ্যাকাউন্টে পাওনা টাকা পৌঁছে যাবে। শ্রমিকদের বিষয়টি জানানোর পর তারা সড়ক ছেড়ে দিয়েছেন। সড়কে এখন যান চলাচল করছে।
এর আগে গত ১৬ এপ্রিল একই দাবিতে বিন্নি গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিল। তবে সেদিন পুলিশ বিন্নি গার্মেন্টসের মালিক পক্ষকে খুঁজে না পেয়ে বিজিএমইএকে বিষয়টি জানিয়েছিল। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী এ বিষয়টি তখন নিশ্চিত করেছিল।