ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ‘ডিএসই এক্স’ ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ বেড়েছে ২৪ পয়েন্ট। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ৮ পয়েন্ট।
সব সূচকের উত্থানের দিনে ডিএসইতে বুধবার টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ এক্সচেঞ্জটিতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ১ হাজার ১৮২ কোটি ২৭ লাখ টাকা।
বুধবার ডিএসইতে মোট ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে কমেছে ১৬২টির। আর বাকি ৬৮ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।