বৃহস্পতিবার (৪ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক আদেশে তাকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। টেলিটকের এমডি হিসেবে দায়িত্ব পালন করা সাহাব উদ্দিনকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের এমডি করা হয়েছে।
জানা গেছে, নবম বিসিএসে তার ও টেলিফোন বোর্ডে (বর্তমানে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড) সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন হাবিবুর রহমান। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।