ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূচকের পতনের সাথে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে শেষ কার্যদিবসের তুলনা। আজ ডিএসইতে মোট ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজকে শেষ কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৭২ কোটি ৯২ লাখ টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) আজ মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৪টির, শেয়ারের দর কমেছে ১৮৭টির এবং শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
অন্যদিকে ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।