ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভুটানে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত একেএম শহীদুল করিমকে ভুটানে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখতে বলেছেন।

রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ নির্দেশনা দেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান

রাষ্ট্রপ্রধান বলেন ভুটান ও বাংলাদেশের মধ্যে অনুসন্ধানের মতো বহু ক্ষেত্র রয়েছে উল্লেখ করে দেশের বৃহত্তর স্বার্থে এসব ক্ষেত্রের সম্ভাবনা কাজে লাগোনোর পরামর্শ দেন।

রাষ্ট্রপতি জলবিদ্যুৎসহ যেসমস্ত খাতে ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

ভুটান বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আশা করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো অনেক উচ্চতায় উন্নীত হবে।
সেগুলোকে কাজে লাগাতে প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন। নব-নিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা