৪৩ বছর বয়সী চেচেন প্রেসিডেন্টের শরীরে করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা দিয়েছে। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার চিকিৎসকরা তাঁকে মস্কোতে নেওয়ার পরামর্শ দেন। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে রমজান কাদিরভকে মস্কোতে নেওয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি করোনা পজিটিভ।
সাবেক চেচেন বিদ্রোহী নেতা কাদিরভ এখন দেশটিতে বেশ জনপ্রিয়। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তাঁর বাবা আততায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপপ্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন।
সূত্র- দ্য মস্কো টাইমস।