এ লক্ষ্যে এনবিআরের আওতাধীন লার্জ ট্যাক্সপেয়ারর্স ইউনিট (এলটিউ) ১১০টি প্রতিষ্ঠানের কাছে রিড-অনলি আইডি ও পাসওয়ার্ড চেয়েছে। প্রতিষ্ঠানের সম্মিলিত ভ্যাট ৫০ হাজার কোটি টাকার বেশি।
আগস্টের শুরুতে জারি করা আদেশে প্রতিষ্ঠানগুলোর কাছে এ তথ্য চেয়েছে।
এর আগে ২০১৯ সালে রাজস্ব বোর্ডের দেওয়া একটি আদেশ বলা হয়, যেসব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকার বেশি, তাদের এনবিআর নির্ধারিত স্পেসিফিকেশনের সফটওয়্যার ব্যবহার করতে হবে।
কোনো প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করলে নতুন ভ্যাট আইনের ৮৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে বলা হয়। যদিও বড় কোম্পানির বেশিরভাগই মানেনি এই আদেশ তবুও দুই বছরেও কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজীর নেই।
জানা গেছে, ভ্যাট সফটওয়্যার বাধ্যতামূলক। স্বনামধন্য এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই সফটওয়্যার ক্রয় করেছে, কিন্তু ব্যবহার করে না। আবার কিছু প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়্যার ব্যবহার করছে, তবে এলটিইউকে প্রবেশাধিকার দেয় না।