এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ঘোষণা করা দলে ডাক পেয়েছেন চান্ডিমাল। আজ ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নতুন মুখ বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। ঘরোয়া ক্রিকেটে ৮ টি-টোয়েন্টিতে ৭ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ ম্যাচে ২৭ উইকেট নেওয়া এই বোলার প্রথমবার ডাক পেলেন শ্রীলঙ্কা জাতীয় দলে।

চান্ডিমালের পাশাপাশি পেসার আসিতা ফার্নান্ডো, ব্যাটসম্যান আসেন বান্দারাকেও দলে ফেরানো হয়েছে। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে জায়গা না পাওয়া অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেকেও ফেরানো হয়েছে দলে।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন চান্ডিমাল। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার লক্ষ্মণ সান্দাকান, পেসার নুয়ান তুষারা, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মাদুশঙ্কা ।

পেসার বিনুরা ফার্নান্ডো ও কাসুন রাজিতার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকলেও চোটের কারণে কপাল খোলেনি। তবে দলে ডাক পাওয়া দুষ্মন্ত চামিরার চোট সমস্যা আছে। চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তান।

এশিয়া কাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দাসুন গুনাতিলকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাতিশা পাতিরানা, নুয়ানিদু ফার্নান্ডো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়