‘সংকট মোকাবেলা করার অর্থনৈতিক শক্তি বাংলাদেশের আছে’

‘সংকট মোকাবেলা করার অর্থনৈতিক শক্তি বাংলাদেশের আছে’
বৈশ্বিক সংকট মোকাবেলা করার অর্থনৈতিক শক্তি বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য দুই ধরনের হুমকি। এর মধ্যে একটি রাজনৈতিক চক্র, অপরটি দুর্নীতিবাজ-বাজার সিন্ডিকেট। এদের মোকাবিলা করতে পারলে রাজনৈতিক ও যাপিত জীবনে সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, সমস্যা বাধিয়েছে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। আমরা জনগণের সমস্যা সমাধান করার পক্ষে, আর বিএনপি জামায়াত চক্র জনগণের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে একটি অস্বাভাবিক সরকার কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের পথে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে।

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বিষফোঁড়া বিএনপি আর ধর্মের মুখোশপরা জামায়াত ইসলামী, রাজাকার, হেফাজত, জঙ্গিরা হচ্ছে তালেবানি চক্র। এই দুই চক্রের মিলনে বাংলাদেশে অস্বাভাবিক একটি সরকার প্রতিষ্ঠার পাঁয়তারাটা চালানো হচ্ছে। যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তারা যাপিত জীবনের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত। আরেকটা বিপদ দুর্নীতিবাজ এবং বাজার সিন্ডিকেট। এদের কারসাজিতে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে।

হাসানুল হক ইনু বলেন, দেশকে রক্ষা করতে হলে যেরকম দুর্নীতিবাজ, বাজার সিন্ডেকেটের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে, তেমনি কোনো অবস্থাতেই অস্বাভাবিক সরকারের মাধ্যমে তালেবানি সরকার কায়েম করার চক্রান্ত করতে দেওয়া যাবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি