জুতার মধ্যে মিলল ৮০ হাজার ডলার

জুতার মধ্যে মিলল ৮০ হাজার ডলার
নাটোরের বনবেলঘড়িয়া বাইপাসে দুই বাসযাত্রীর জুতার ভেতর থেকে ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। ভারত থেকে আনা এই ডলার বিক্রির উদ্দেশ্যে ঢাকায় আনছিলেন তাঁরা। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তার দুই যাত্রী হলেন রাসেল মিয়া (২৮) ও মইন উদ্দিন (২৭)। শুক্রবার সকালে মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি লিটন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শহরের বনবেলঘড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান ও উপপরিদর্শক মিঠুন কুমারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাসেল ও মইনের জুতার সোলের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা চারটি বান্ডিলে মোড়ানো মোট ৮০ হাজার ডলার পাওয়া যায়। তাঁরা দুজনই চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার রাতেই দুজনের বিরুদ্ধে মামলা করে নাটোর সদর থানায় পাঠানো হয়। আজ শুক্রবার সকালে সদর আমলি আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসপি লিটন আরও জানান, ডলারগুলো জুতার ভেতরে এমনভাবে রাখা ছিল, খালি চোখে দেখে বোঝার কোনো উপায় ছিল না। এ ঘটনার পর থেকে পুলিশ সীমান্তবর্তী জেলা থেকে আগত পরিবহনগুলোর যাত্রীদের প্রতি বাড়তি খেয়াল রাখতে শুরু করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, রাসেল ও মইনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কিন্তু দুজনেই ঢাকায় বৈদেশিক মুদ্রা পাচারের ব্যবসা করতেন। তাঁরা ভারত থেকে ডলার সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে দেশে ফেরেন। ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য এই ডলারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো