গত ৭ আগস্ট চীনের স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরার সুযোগ দেবে ঘোষণা করেন।
এর দুই দিন পরই ঢাকায় দূতাবাস বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু করেছে। চীন দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরতে ওই প্রতিষ্ঠানগুলো থেকে চিঠি (‘ব্যাক টু ক্যাম্পাস’) সংগ্রহ করতে হবে। যাঁদের চীনের ‘রেসিডেন্ট পারমিট’ আছে তাঁদের আর ভিসার প্রয়োজন নেই। অনলাইনে (https://cova.mfa.gov.cn) ভিসা আবেদন করা যাবে।