সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এদিন মুন্নু ফেব্রিক্সের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় প্রতিষ্ঠানটির শেয়ারদর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২১ আগস্ট) মুন্নু ফেব্রিক্সের শেয়ারদর আগের কার্যদিবসের (বুধবার) তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ৯.৬৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর বেড়েছে ৯.৫২ শতাংশ।
এদিন দরবৃদ্ধি তালিকার শীর্ষ দশে থকা অন্য কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা, কাশেম ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস্, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (প্রাণ) ও ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।