'রোহমান্স'-এ ভুগছেন সুস্মিতা ?

'রোহমান্স'-এ ভুগছেন সুস্মিতা ?
শনিবাসরীয় বাজারকে প্রেমের উষ্ণতায় সেঁকে দিল নতুন করে যখন সুস্মিতা ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন: "তুমিই আমার জীবনের রোহমান্স।"

রোহমানের জন্মদিনে হৃদয় ছোঁয়া পোস্ট সুস্মিতার পোস্টে কাছাকাছি রোহমান-সুস। তুমি আমাদের জীবনের দেবদূত" লিখেছেন তিনি। সুস্মিতা এর সঙ্গে সম্পর্কে থাকায় সব জায়গাতেই বহুল প্রচারিত এই মডেল। সেই প্রচার শনিবাসরীয় বাজারকে প্রেমের উষ্ণতায় সেঁকে দিল নতুন করে যখন সুস্মিতা ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন: "তুমিই আমার জীবনের রোহমান্স।" একই সঙ্গে বার্থডে বয়কে "Babushhhh" বলেও সম্বোধন করেন। বলেন, "তোমার জীবনের তিন পরি তোমায় ভীষণ ভালোবাসে।" উত্তরে রোহমান জানান: "তুমিই আমায় সম্পূর্ণ করলে।"

দুই মেয়ে আর প্রেমিককে নিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সেন সুন্দরী। চার জনের একসঙ্গে শরীরচর্চার ভিডিও সোশ্যালে শেয়ার করে। ক্যাপশন, "একে অন্যের উৎসাহ বাড়াচ্ছি"।

নতুন বছরে রোহমানের সঙ্গে নিজের ফটো দিয়ে সুস্মিতা ক্যাপশনে লেখেন: "অবশেষে উত্তর পেলাম। তুমিই আমার প্রশ্নের সেই উত্তর।" এভাবেই ভালোবাসার কথা স্বীকার করেছেন সেনসেশন। নভেম্বরে মেয়েদের নিয়ে সাড়ম্বরে নিজের জন্মদিন পালন করেছেন সুস্মিতা। তখনও সঙ্গে ছিলেন রোহমান।

শেষবার বড়পর্দায় দেখা গেছে সুস্মিতা সেনকে। সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি Nirbaak-এ। আপাতত প্রাক্তন বিশ্বসুন্দরী চর্চায় তাঁর থেকে ছোট মডেল রোহমান শালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার