বাংলা টাইগার্সের 'আইকন' সাকিব

বাংলা টাইগার্সের 'আইকন' সাকিব
আবুধাবি টি-টেন লিগে এবার বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটি নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশি অলরাউন্ডারকে আইকন হিসেবে ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার।

সাকিবকে আইকন করার ঘোষণা দিয়ে ভ্যারিফাইড ফেসবুক পেজে বাংলা টাইগার্স লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আইকন এখন বাংলা টাইগার্সের আইকন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। ’

নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে। ’

চুক্তির পর বাংলা টাইগার্সের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘ক্রিকেটের সবশেষ সংস্করণে এটি হতে যাচ্ছে আমার প্রথম মৌসুম এবং আমি বাংলা টাইগার্সে যোগ দেওয়ার জন্য উত্তেজিত। আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালোবাসি এবং এই টুর্নামেন্ট আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জ উতরাতে সফল হবো এবং বাংলা টাইগার্সের জন্য নতুন ইতিহাস তৈরি করবো।

কয়েক দিন আগে বাংলা টাইগার্স তাদের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ওপেনার আফতাব আহমেদ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে টিম মেন্টর হিসেবে নিয়োগ দেয়।

টি-১০ লিগের এবারের আসর মাঠে গড়াবে ২৩ নভেম্বর আর পর্দা নামবে ৪ ডিসেম্বর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে