স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. নজরুল ইসলাম।

রোববার সন্ধ্যায় আইসিডিডিআরবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ-এফডিএসআর।

ডা. নজরুল ইসলামডা. নজরুল ইসলাম এ সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছিলেন ডা. নজরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

“উনার ডায়রিয়াও ছিল। সে কারণে আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি মারা যান।”

রোববার পর্যন্ত বাংলাদেশে ৮৭ হাজার ৫২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছেন ১ হাজার ১৭১ জন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর তথ্য অনুযায়ী, সারা দেশের আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২০২ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এ পর্যন্ত ১ হাজার ১১ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন মারা গেছেন। এছাড়া করোনাভাইরাস সংক্রমণের মত উপসর্গ নিয়ে আরও ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিএমএ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা