এই সময়ে ৩ হাজার ২৪৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৫ হাজার হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন এবং মোট সুস্থ ৪২ হাজার ৯৪৫ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৫ হাজার হাজার ৫৩৫ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৩ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৩৮৮ জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত সুস্থ ৪২ হাজার ৯৪৫ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন এবং ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।
তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীদে ২ জন, খুলনায় ২ জন, বরিশালে একজন, সিলেটে একজন, এবং ময়মনসিংহে ৪ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ১৪ জন মারা গেছেন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।