অনলাইনে রূপালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইনে রূপালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সকল কার্যক্রম অনলাইনে পরিচালনা করে ব্যাংকিং খাতে অনুসরণীয় হয়ে উঠেছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক।

এরই ধারাবাহিকতায় রোববার (২১ জুন) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে প্রথমবারের মতো রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘করোনা পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জুম অ্যাপ ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ব্যাংকটি।

অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং প্রথম সেশনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় বর্তমান করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে এবং মনোবল অক্ষুণ্ন রেখে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশ্বব্যাপী করোনার এই সংকটময় পরিস্থিতিতে কীভাবে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে হবে ও বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং কৌশল কেমন হবে সে বিষয়েও প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সচেতনতা ও ব্যাবসায়িক বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন। ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নির্দেশনাগুলো অনুসরণপূর্বক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনলাইন প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় সেশনে আলোচক হিসেবে অংশ নেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এতে অংশগ্রহণ করেন সারাদেশের ১০ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ ও ২৬টি আঞ্চলিক কার্যালয়ের জোনাল ম্যানেজাররা। উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল তাহমিনা আখতার ও ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন কার্যক্রমে সবসময় এগিয়ে থাকা রূপালী ব্যাংকের সকল কার্যক্রম করোনা মহামারিতেও অনলাইনে পরিচালিত হচ্ছে। পরিচালনা পর্ষদ থেকে শুরু করে মহাব্যবস্থাপকবৃন্দের সভা এমনকি শাখা ব্যবস্থাপকদের যেকোনো সভাও ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি