বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএমবিএ কোথাও ফ্লোর প্রাইস উঠানো নিয়ে কোন ধরনের প্রস্তাব দেয়নি। তবে অনেকে ভুল বুঝছে। সম্প্রতি একটি গণমাধ্যমে ‘চার শতাংশ সুদে ঋণ চায় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস’ শীর্ষক নিউজের মধ্যে ফ্লোর প্রাইস উঠানোর বিষয়ে বলা হয়েছে। এতে বিএমবিএ প্রস্তাব দিয়েছে এমন কথা বলা না হলেও বিভ্রান্তি ছড়িয়েছে। ওই নিউজে শেয়ারবাজার সংশ্লিষ্ট আরেকজনের ফ্লোর প্রাইস তুলে দেওয়ার মন্তব্যকে অনেকে বিএমবিএ’র বলে ভুল করছেন।
এ ধরনের গুজব থেকে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকার আহ্বান করেছেন বিএমবিএ সভাপতি।