এটি যৌথভাবে আয়োজন করছে ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব। মিউনিখে সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্মে সারা বিশ্বকে সংযোজিত করবে। এ অনুষ্ঠানে সারা বিশ্বের রাজনীতি, ব্যবসা, বিজ্ঞান, ক্রীড়া ও সাংস্কৃতিক জগৎ থেকে পৃথিবীকে বদলে দেয়া ব্যক্তিত্বরা ব্যবসার নতুন উপায় খুঁজে বের করতে, কঠিন সব প্রশ্ন তুলে ধরতে এবং বর্তমান বৈশ্বিক মহামারী-পরবর্তী একটি আরো উন্নত ও টেকসই পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করতে সমবেত হবেন, যার মূল বিষয়বস্তু হবে—আমরা করোনা সংকট-পূর্ববর্তী সেই পুরনো পৃথিবীতে ‘কিছুতেই আবার ফিরে যেতে চাই না।’
এই লাইভ সমাবেশ, যেখানে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা ক্ষেত্রে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিত্বরা ভার্চুয়ালি অংশগ্রহণ করছেন, বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও পৃথিবীতে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে সংলাপের একটি অসাধারণ সুযোগ সৃষ্টি করছে। মিউনিখের এই ভার্চুয়াল আলোচনায় নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিদিন আন্তর্জাতিক অংশীদাররা সুনির্দিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করবেন। পৃথিবীর যেকোনো স্থান থেকে অংশগ্রহণকারীরা এসব আলোচনায় যোগ দেয়ার উদ্দেশ্যে নিবন্ধন করতে পারবেন।