অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমানসহ আরও অনেক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় আয়ের দ্বিতীয় উৎস হিসেবে বিনিয়োগের পরামর্শ দেন। তাছাড়া বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজারের পাশাপাশি ডিপিএস, বন্ড প্রভৃতির মাধ্যমে ব্যালেন্স পোর্টফোলিও তৈরির কথাও বলেন।
ব্র্যাক ইপিএল স্টকের বিনিয়োগকারী এনামুল হক বাবুল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে পুঁজিবাজারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং পুঁজিবাজারে বিনিয়োগে জেনে বুঝে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথ অবলম্বন করতে বলেন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহকের সেবা আরো সহজ করতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন ব্রাঞ্চ ও স্থাপন করছে।