জানা গেছে, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশের (সিসিবিএল) বিধিমালা, ২০১৭ এর বিধি ১৭২) এর অধীনে ০৩(তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ, ডিএসই ও সিএসই উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ স্ট্রাটেজিক পার্টনারদের সমন্বয়ে গঠিত হয়েছে এই কোম্পানি। ২০১৮ সালের ১৬ মে সব প্রতিষ্ঠানের মাঝে শেয়ার বন্টন হয়। গঠিত কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৪৫ শতাংশ শেয়ার ডিএসইর। বাকি শেয়ারের ২০ শতাংশ সিএসইর কাছে, ১৫ শতাংশ ব্যাংকের কাছে, ১০ শতাংশ সিডিবিএলের কাছে এবং স্ট্রাটেজিক পার্টনারের কাছে থাকবে ১০ শতাংশ শেয়ার।