বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ-১৯৭২ এর ১০নং আর্টিকেলের দফা ৫ এর শর্তাংশে উল্লেখিত ৬৫ (সিক্সটি ফাইভ) শব্দগুলোর পরিবর্তে ৬৭ (সিক্সটি সেভেন) শব্দগুলো প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া সংসদে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮৩ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বিলটি উত্থাপন করনে।
পরীক্ষা- নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।