নির্বাহি পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, মো: সাইফুর রহমান, মো: আশরাফুল ইসলাম, মো: হাছান মাহমুদ, মো: মাহবুবুল আলম ও মো: মাহবুবুর রহমান চৌধুরীর দায়িত্ব রদবদল করা হয়েছে। আর পরিচালক কামরুল আনাম খান ও পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে নির্বাহি পরিচালকের চলতি দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহি পরিচালক মো: আনোয়ারুল ইসলাম সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভাগ (এসআরআই), সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বিভাগ (সিডিএস) ও কর্পোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন।
নির্বাহি পরিচালকদের মধ্যে মো: সাইফুর রহমান দায়িত্ব পালন করবেন সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ (এসআরএমআইসি), প্রজেক্ট, এপিএ/এসডিজি/ইনোভেশন ও এনফোর্সমেন্ট বিভাগ।
এমআইএস ও আরএন্ডডি সামলাবেন নির্বাহি পরিচালক মো: আশরাফুল ইসলাম। আর ইন্টারনাল অডিট ও রেজিস্ট্রেশন বিভাগ দেখবেন মো: হাছান মাহমুদ।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ নির্বাহি পরিচালক মো: মাহবুবুল আলম দায়িত্ব পালন করবেন এএমএল/সিএফটি ও ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ।
নির্বাহি পরিচালক মো: মাহবুবের রহমান চৌধুরী সামলাবেন আইন ও ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ (সিএমআরআরসি)।
পরিচালক কামরুল আনাম খান নির্বাহি পরিচালকের চলতি দায়িত্ব হিসেবে অফিস অব দ্য চিফ অ্যাকাউন্টেন্ট, প্রশাসন ও অর্থ (এঅ্যান্ডএফ), মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি সামলাবেন। আর পরিচালক মোহাম্মদ রেজাউল করিম একইভাবে দায়িত্ব পালন করবেন ক্যাপিটাল ইস্যু, সার্ভেইল্যান্স ও মূখপাত্রের।