বিষয়টিকে সরাসরি খুন না বললেও সুশান্তকে জোর করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করা হয়েছে বলে মনে করেন এই বলি কুইন।
আর বিষয়টি প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন বলেও জানান কঙ্গনা।
সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, ‘এটি আত্মহত্যা নয়, এই ঘটনাকে পরিকল্পিত খুন বলা চলে।’
এবার তিন বললেন, ‘আমি বলছি না কেউ চাইছিল সুশান্ত মরে যাক, তবে তারা মানসিকভাবে সুশান্তকে এমনটা করতে বাধ্য করেছে। সুশান্তের মৃত্যু নিয়ে আমি যা যা বলেছি, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব।’
এই বিষয়ে মুম্বাই পুলিশের সমালোচনা করে কঙ্গনা বলেন, মুম্বাই পুলিশের পক্ষ থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার বয়ান রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি বয়ান দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।
কঙ্গনা আরও বলেন, মুম্বাই পুলিশ কেন করণ জোহর, রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না! তারা ক্ষমতাবান বলে? তারা শেখর সুমনকে কেন সমন পাঠানো হল, শেখর সুমনের মতো একজন ভালো লোককে কেন তলব করা হচ্ছে?’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস