সাকিবের পিতার নাম ভুল করেছে আরজেএসসি

সাকিবের পিতার নাম ভুল করেছে আরজেএসসি

বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানের পিতার নাম নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসের কোম্পানি ফরমে সাকিবের পিতার নামের জায়গায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের পিতার নাম লেখা হয়। বিষয়টিকে ‘যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর বা আরজেএসসি’র অনিচ্ছাকৃত ও প্রিন্টিং ভুল বলে দাবি করেছেন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের কর্মকর্তারা।


তবে সোমবার (১৯ সেপ্টেম্বর) আরজেএসসি মোনার্ক হোল্ডিংসের কোম্পানি ফরম সংশোধন করেছে। সংশোধনের পর সাকিব আল হাসানের পিতার নাম মাসরুর রেজা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, কোম্পানির মেমোরেন্ডামে আরজেএসসি’র প্রিন্টিং ভুলের কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবার নামের জায়গায় কাজী আব্দুল লতি লেখা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সংশোধনের জন্য আরজেএসসিতে পাঠানো হয়।

মোনার্ক হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন নাম ভুলের বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের কোম্পানির মেমোরেন্ডামে কোনও ভুল নেই। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর বা আরজেএসসি এই ভুল করেছে। আরজেএসসি সাকিব আল হাসানের বাবার নামের জায়গায় ভুল করে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের পিতার নাম লিখে ফেলেছে।’



বিষয়টি যে আরজেএসসির প্রিন্টিং ভুল ছিল তার প্রমাণ মেলে আজ সংস্থাটির দেওয়া মোনার্ক মার্টের নতুন মেমোরেন্ডামে। এতে সাকিব আল হাসানের পিতার নাম হিসেবে ‘মাসরুর রেজা’র নাম উল্লেখ করা হয়েছে। আর ঠিকানা দেওয়া হয়েছে বনানী ডিওএইচএস।

উল্লেখ্য, মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান সাকিব আল হাসান কোম্পানিটির ১ লাখ ৬৫ হাজার শেয়ার ধারণ করেছেন। আর ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান এবং পরিচালক জাবেদ এ মতিনও সাকিবের সমপরিমাণ শেয়ার ধারণ করেছেন। আরেক পরিচালক আবুল কালাম মাতবর কোম্পানিটির ৫ হাজার শেয়ার নিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের