চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৬

চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৬
কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাংয়ের বদি আলম (৫০), চকরিয়ার কোনাখালীর সিরাজ আহমেদ (৭৫) ও বাবুল (৪০), লামা আজিজ নগরের আলামিন (৪৫), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়ার মিনহাজ (২৮) ও হেলপার মো. শহীদ (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন।হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন একজন। এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়