আজ বুধবার (২২ জুলাই) বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিমানের ফ্লাইট–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com
এবং বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
করোনা মহামারির কারণে গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ১ জুন থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেবিচক। কিন্তু ওই দিন ঢাকা-সৈয়দপুর-ঢাকায় দুটি ফ্লাইট চালিয়ে আর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেনি বিমান। এরপর যশোর, বরিশাল ও রাজশাহীতে অন্য সংস্থার ফ্লাইট চালু হলেও বিমানের কোনো ফ্লাইট চলেনি।