লাগামহীন ওরিয়ন ফার্মার অস্বাভাবিক পতন

লাগামহীন ওরিয়ন ফার্মার অস্বাভাবিক পতন
লাগামহীন ঘোড়ার মতো ছুটছিল ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারদর। তবে রোববার (২৫ সেপ্টেম্বর) অস্বাভাবিক পতন হয়েছে শেয়ারটির। যে শেয়ার ছুটছিল লাগামহীন ঘোড়ার মতো, আকস্মিকভাবেই সেটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে ওরিয়ন ফার্মার শেয়ারদর কমেছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। সবচেয়ে বেশি দরপতন হওয়ায় কোম্পানিটি আজ ডিএসইর লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে।

প্রসঙ্গত, ওরিয়ন ফার্মার শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে মাত্র ৪ কর্মদিবস শেয়ারটির দরপতন হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৭০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে শোকজ করে।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ২১ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর কমেছে ৭ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার মিলস, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত