সূত্র মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে ওরিয়ন ফার্মার শেয়ারদর কমেছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। সবচেয়ে বেশি দরপতন হওয়ায় কোম্পানিটি আজ ডিএসইর লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে।
প্রসঙ্গত, ওরিয়ন ফার্মার শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে মাত্র ৪ কর্মদিবস শেয়ারটির দরপতন হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৭০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে শোকজ করে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ২১ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর কমেছে ৭ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৬৪ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার মিলস, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।