রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ি গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।
ঢাকার ব্যস্ততম বাণ্যিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে সকাল থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও তাতে তেমন যাত্রীও দেখা যাচ্ছে না। তবে, যাত্রাবাড়ি বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে আসন পূর্ণ করে।
বাসের চালকরা জানান, দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবীর লম্বা ছটির কারণে রাস্তায় যাত্রী নেই। সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, দুপুর পর্যন্ত ভাড়া তুলেছি ৪৫০ থেকে ৫০০ টাকার মতো। মালিককে কি দেব আর আমরা কি নেব।