অনলাইন শপিং বাড়ায় জুনে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে

অনলাইন শপিং বাড়ায় জুনে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে
করোনা মহামারির মধ্যে গেল জুন মাসে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে। দোকানপাট খুলে যাওয়ায় মানুষের মধ্যে পণ্য কেনার চাহিদা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানের (ওএনএস) তথ্য অনুসারে জুনে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনার বিস্তার ঠেকাতে নেওয়া লকডাউনের কারণে যুক্তরাজ্যে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায় মার্চ থেকে। এপ্রিলে খুচরা বিক্রি কমে রেকর্ড পরিমাণ। মে মাসে এসে কিছুটা বাড়ে বিক্রি। জুনে লকডাউন মোটামুটি উঠে যাওয়ায় বিক্রি অনেক বেশি বেড়েছে। খাবারের দোকানে বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় খাবারের বিক্রি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।

সামগ্রিক খুচরা বিক্রি লকডাউন–পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। তবে তারা আরও বলছে, সব স্টোরে একই রকম অবস্থা নয়। মিশ্র চিত্র রয়েছে বলেও জানায় ওএনএস।

গত জুনে লকডাউন চলার সময় যে অবস্থা ছিল, তার চেয়ে কাপড়ের দোকানসহ নন-ফুড স্টোরগুলো আংশিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে বিক্রি ফেব্রুয়ারির তুলনায় এখনো ১৫ শতাংশ কম।

সরকারী সংস্থা ওএনএস বলছে, খাবারের দোকানগুলো বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে, যেহেতু মানুষ ঘরে বসে বাইরের খাবার আরও বেশি খাচ্ছে। তবে আসল প্রবৃদ্ধি হয়েছে অনলাইন বিক্রয়ে। অনলাইনে বিক্রি বাড়ছে তো বাড়ছেই। রেকর্ড পরিমাণ বিক্রি হচ্ছে অনলাইনে। খুচরা বিক্রির প্রতি ১০ পাউন্ডের মধ্যে ৩ পাউন্ড বিক্রিই হচ্ছে অনলাইনে, যা খুবই বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা