সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে আজ ডিএসইর অপর দুই সূচক ও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ ১৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১২ পয়েন্ট বেড়েছে।
সব সূচকের উত্থান হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। আজ এক্সচেঞ্জটিতে মোট ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ১ হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টি কোম্পানির শেয়ারদরই এদিন অপরিবর্তিত ছিল। অপরদিকে আজ ৭৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, বিপরীতে কমেছে ১০৩ প্রতিষ্ঠানের শেয়ারদর।