তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে ভারতকে বড় টার্গেট দিল দ. আফ্রিকা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানেএদিন ডেভিড মিলার ও হেনরিক ক্লেসেনের জোড়া ফিফটিতে ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ৪০ ওভারে ২৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার লখনৌতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৭০ রান করা দক্ষিণ আফ্রিকা এরপর ৪০ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ১০৬ বলে ১৩৯ রানের অনবদ্য জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোর উপহার দেন হেনরিক। ৬৩ বল মোকাবেলা করে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত থাকেন মিলার। ৬৫ বলে ৬টি চার আর দুই ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন ক্লেসেন।