আরেকটি হার বাংলাদেশের

আরেকটি হার বাংলাদেশের

ব্যাটিংয়ে লড়াই করার মত রান তুলতে পারেনি বাংলাদেশ। ১৩৭ রানের পুঁজি নিয়ে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। একপ্রকার হেসেখেলেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হারই সঙ্গী হলো বাংলাদেশের। টানা দুই হারে সিরিজে টিকে থাকার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেল বাংলাদেশের।


ক্রাইস্টচার্চের হাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। টিম সাউদির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। আউট হওয়ার আগে করেন ৫ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ভালো কিছুর আভাস দিলেও ব্রেসওয়েলের বলে ১৬ বলে ১৫ রান করে আউট হন লিটন। পরের ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন ওপেনার শান্ত। টাইগার এই ব্যাটারকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের স্বাদ পেলেন ইশ সোধি। শান্ত ফিরতেই মোসাদ্দেককে (২) ফেরালেন সোধি।


এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলীও। প্রথম চার মারার পরের বলে অ্যাডাম মিলনের ক্যাচ হন তিনি। তাকে ৭ রানে আউট করেন মাইকেল ব্রেসওয়েল। আফিফ হোসেন ধ্রুব ২৪ রান তুলতে বল খেলেছেন ২৬টি। সাকিব আল হাসান নেমেছিলেন সাত নম্বরে। দলের প্রয়োজন অনুযায়ী উইকেটে নেমে ঝড় তোলার দরকার ছিল অধিনায়কের। কিন্তু ১৬ বলে ১৬ রান করে তিনিও ধরলেন প্যাভিলিয়নের পথ। তাসকিনের ব্যাট থেকে আসে ২ রান। আট নম্বরে নামা নুরুল হাসান সোহান ২ ছক্কা ১ চারে ১২ বলে ২৫ রান করলেন বলেই ১৩৭ রানের পুঁজি পায় লাল সবুজের প্রতিনিধিরা।


নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ইশ সোদি, টিম সাউদি ও মিচেল ব্রেসওয়েল ও ট্রেন্ট বোল্ট।


১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরলয়ে শুরু করেন কিউই দুই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। তবে অ্যালেন ১৮ বলে ১৬ রান করে ফেরার পর উইলিয়ামসনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর উইলিয়ামসন ফিরলেও কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। আউট হওয়ার আগে ২৯ বলে একটি চারে ৩০ রান করেন কিউই অধিনায়ক।


বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরীফুল ও হাসান।


বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন।


নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়