পাকিস্তানের রিজার্ভ বেঞ্চে কোনো মেসি নেই

পাকিস্তানের রিজার্ভ বেঞ্চে কোনো মেসি নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের দল ঘোষণার পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। কারণ দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ নেই বিশ্বকাপের স্কোয়াডে। তবে সমালোচনার তীরে বিদ্ধ হওয়ার পরেও দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা মনে করেন, সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়ার বিমানে উঠবে পাকিস্তান দল।





দুর্দান্ত পারফর্ম করে গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল পাকিস্তান। দলের হয়ে সেবার বেশ ভালোই অবদান রেখেছিলেন শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ। তবুও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার মতে, বিশ্বকাপের জন্য নির্বাচিত দলের বাইরে এই মুহুর্তে খুব বেশ বিকল্প নেই নির্বাচকদের হাতে। কারণ হিসেবে খানিকটা প্রতীকি উত্তর দিয়েছেন সাবেক ক্রিকেটার। তার মতে, পাকিস্তানের রিজার্ভ বেঞ্চ থেকে দলে টানার মতো যোগ্য কোনো খেলোয়াড় নেই।





এ নিয়ে রমিজ বলেন, ‘একাদশে ঘাটতি পূরণের জন্য আমাদের হাতে লিওনেল মেসির মতো খেলোয়াড় নেই। আমরা একদম অচল কাউকে দলে রাখিনি। আমাদের হাতে বিকল্প কম ছিল। বিকল্প বাড়ানোর জন্য বয়সভিত্তিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছি। হয়তো এখন আমাদের হাতে খুব বেশি বিকল্প নেই। তবে আমি মনে করি, খেলোয়াড় বাছাইয়ের সময় অধিনায়ককে যথেষ্ট অপশন দেয়া উচিত।’





রমিজ আরো যোগ করেন, ‘গত বিশ্বকাপে আমরা অভিজ্ঞদের দলে রেখেছিলাম। এতে আমার কোনো সমস্যা নেই। ক্রিকেটে ভালো দলের ব্যাপারে আমার দর্শন হলো দল বাছাইয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকতে হবে এবং অধিনায়ককে শক্ত হতে হবে।’





টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।





রিজার্ভ খেলোয়াড়: ফাখার জামান, মোহাম্মদ হারিস, শাহনাওয়াজ দাহানি


আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়