সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৬৮ প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর সবচেয়ে বেশি বেড়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১১ অক্টোবর) সী পার্লের শেয়ারদর আগের দিনের তুলনায় ১১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ারদর আজ ২১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মনোস্পূল পেপারের শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ।
আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস্, পেপার প্রসেসিং, তমিজউদ্দিন টেক্সটাইল, এপেক্স স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার ও ইস্টার্ন হাউজিং।