আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৪৫ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। শেষ কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৬১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।
অর্থসংবাদ/এনএন