প্রথমবার একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যাবে চিত্রনায়ক সাইফ খান ও নিপুন। একটি প্রতিষ্ঠিত কোম্পানির বৈদ্যুতিক বাতির বিজ্ঞাপন দেখা মিলবে এই জুটির। ইতিমধ্যে উত্তম আকাশের পরিচালনায় উত্তরার একটি বাড়িতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে সাইফ খান বলেন, ‘নিপুন আপার সঙ্গে এর আগে সিনেমাতে অভিনয় করেছি। এবার বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। চমৎকার একটি জিঙ্গেলও ছিল এতে। আশা করছি এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ নিপুন বলেন, ‘বিজ্ঞাপনটির গল্প এ নির্মাণশৈলী দুটোই দারুণ।
কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদের পছন্দ হবে।’ শিগ্গির বিজ্ঞাপনটি যাবতীয় কাজ শেষ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন মাধ্যমে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। উল্লেখ্য, সাইফ খানের প্রথম সিনেমা ‘বন্ধু মায়া লাগাইছে’তে নায়িকা ছিলেন নিপুন। বর্তমানে এ নায়ক একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে নিপুনও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন।