বলিউডে শোকের ছায়া, চলে গেলেন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান

বলিউডে শোকের ছায়া, চলে গেলেন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান
আবারও শোকের ছায়া বলিউডে। চলে গেলেন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর পারভেজ খান। মাত্র ৫৫ বছর বয়সেই চলে যান অন্ধাধুন, বদলাপুর-সহ একাধিক সিনেমার জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর।

পিটিআই সূত্রে জানা যায়, সোমবার সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হয় পারভেজ খানের। সঙ্গে সঙ্গে তাঁর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে আগে থেকে পারভেজ খানের কোনও অসুস্থতা ছিল না। আচমকাই বুকে ব্যাথা শুরু হলে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পরপরই মৃত্যু হয় তাঁর।

১৯৯২ সালে অক্ষয় কুমারের খিলাড়ি দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন পারভেজ খান। এরপর ১৯৯৩ সালে শাহরুখ খানের বাজিগর-এও দেখা যায় তাঁকে। এরপর ১৯৯৮ সালে ববি দেওলের ব্লক বাস্টার সিনেমা সোলজার-এও কাজ করেন পারভেজ খান। এরপর ২০০৪ সালে আব তক ছাপান্ন, ২০১২ সালে এজেন্ট বিনদ, বদলাপুর-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেন পারভেজ খান।

পারভেজ খানের মৃত্যুর খবরে বলিউডে শোকে ছায়া নেমে আসে। মনোজ বাজপেয়ী, হনশল মেহতা, রাজীব খন্ডেলওয়াল-সহ একাধিক পরিচালক অভিনেতা শোক প্রকাশ করেন পারভেজ খানের মৃত্যুর খবরে। বর্তমানে পারভেজ খানের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে, পূত্রবধূ এবং নাতনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার