আজ মঙ্গলবার একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো হলো-রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি-৩য় সংশোধিত), আমার বাড়ি আমার খামার (৪র্থ সংশোধিত), তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর, মুজিবনগর সেচ উন্নয়ন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)।
একনেকের আজকের সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন। পরিকল্পনা মন্ত্রী গণভবনে এবং অন্য মন্ত্রীরা এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।