শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ১ পয়সা কমেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৫৬ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৫৭ পয়সা।
অপরদিকে, দুই প্রান্তিক মিলিয়ে (এপ্রিল, ২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৫ টাকা ৬৬ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২৪৬ টাকা ৮২ পয়সা।