ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭০ পয়সা বা ৮.১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬২৮ বারে ১০ লাখ ৮৪ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিমেস্টমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.৬০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৬.৪৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৪১ বারে ৪ লাখ ৫৭ হাজার ৩৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানি ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, পদ্মা অয়েল, ফাইন ফুডস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার্স ও আমরা টেকনোলজি লিমিটেড।