অর্থনৈতিক সংকট লাঘবে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই

অর্থনৈতিক সংকট লাঘবে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনৈতিক সংকট লাঘবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। ধান, চালসহ বিশেষ করে মৌলিক জিনিস যেগুলো বাঁচার জন্য দরকার সেগুলোর উৎপাদন বাড়াতে পারলেই অনেক সমস্যার সমাধান হবে।

রোববার (৬ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই, বরং টাকার সংকট আছে। আমাদের দেশের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে টাকা আসে। তাই উৎপাদন বাড়লেই সেই উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে টাকার পরিমাণ বাড়াতে হবে। আর টাকার পরিমাণ বাড়লেই সরকার কর বেশি পাবে, দেশের মানুষ ভালো থাকবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।

সবাইকে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যে যত পরিশ্রম করবে সেই তত বেশি লাভবান হবে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা