ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনভর ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০১ পয়েন্টে এবং ডিএসইএস–৩০ সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৪৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, দর কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৮টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৯ কোটি ৬৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার।
অর্থসংবাদ/এনএন