বিহার পুলিশকে তিনি বলেন, ‘সুশান্তের গৃহ পরিচারক আমাকে জানায় বেশ কয়েক মাস ধরে রিয়া আর সুশান্ত একসঙ্গে আছেন। শুধু তাই নয়, এই সময়ে রিয়া সুশান্তের ওপর ব্ল্যাক ম্যাজিক চালায়।’
মিতু জানান, মিডিয়ার খবর যদি সত্যি হয়, তা হলে ওই পরিচারকই প্রথম সুশান্তের মৃতদেহ দেখতে পান। বিহার পুলিশ পৃথকভাবে সুশান্ত হত্যার তদন্ত শুরু করেছে।
মুম্বাই পুলিশও সুশান্তের বাবা আর বোনের বক্তব্য রেকর্ড করবে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
অন্য দিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-মামলায় বিহার পুলিশের থেকে এফআইআরের কপি চেয়েছে ইডি।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ছাড়াও সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন প্রয়াত অভিনেতার বাবা। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাটেরও অভিযোগ আছে সেই তালিকায়।