হুন্ডি বা অন্য কোন অবৈধ পথে রেমিট্যান্স (বৈদেশিক মুদ্রা) প্রেরণের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোন অবৈধ পথে) প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বিএফআইইউ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।