হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মোনার্ক পদ্মা ও একমি চট্টগ্রাম মুখোমুখি আজ

হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মোনার্ক পদ্মা ও একমি চট্টগ্রাম মুখোমুখি আজ

প্রথমবারের মতো আয়োজিত হকির ফ্রাঞ্জাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা ও একমি চট্টগ্রাম।


আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ দুই দলের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে সন্ধ্যা ৬ টায় মঞ্চ মাতাবেন জাতীয় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী শিল্পী মমতাজ বেগম।


ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে মোনার্ক পদ্মার অধিনায়ক পিন্টু জানান, ‘একমি অবশ্যই কঠিন প্রতিপক্ষ। ওরা গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের চাপে রাখতে পারি। আমরা শুরুতে খারাপ করেছি কিন্তু পরে কামব্যাক করেছি। যারা আমাদের সমালোচনা করেছে ওগুলো শুনে আমাদের জেদ কাজে লেগেছে।’

চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু জানান, ‘চ্যাম্পিয়ন হলে নিজেদের সেরা ভাবব, সবাই বললেই হবে না। বাল্মীকির কাছে আশা বেশি, কারণ উনি অলিম্পিক খেলেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের খেলোয়াড়ও আছেন। ওদের কাছে আশা বেশি আছে। মোনার্ক টানা ৪-৫টা ম্যাচ জিতে এসেছে। তো ওরা একটা ফ্লোতে আছে আমরা সেটাও মাথায় রাখব।’

ফাইনাল ম্যাচটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের