আজ সোমবার বিকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি ব্যাংকটিতে পাঠানো হয়েছে। এর ফলে এনসিসি ব্যাংকে বিদায় জানাতেই হলো মোসলেহ উদ্দিন আহমেদকে। গত ৩০ জুলাই ছিল তার প্রথম মেয়াদের শেষ দিন।
এর আগে একই কারণে পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা সোমবার বলেন, মোসলেহ উদ্দিনের পুনঃনিয়োগ পুনঃবিবেচনার আবেদন নাকচ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি বিকেলে ব্যাংকটিতে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মোসলেহ উদ্দিন আহমেদের বিষয় যেহেতু তদান্তাধীন আছে এবং এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট এবং চূড়ান্ত ফলাফল বাংলাদেশ ব্যাংকের হাতে এসে না পৌঁছানোয় এ পর্যায়ে আর নিয়োগ দেওয়া গেল না।