আরও দুটি সবুজ কারখানার স্বীকৃতি

আরও দুটি সবুজ কারখানার স্বীকৃতি

দেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এ নিয়ে পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮টিতে। এর মধ্যে চলতি বছরই ১৩টি কারখানা লিড গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল।





সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া কোম্পানি হলো তৈরি পোশাক খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও বর্ণালী কালেকশনস লিমিটেড।





শনিবার বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানান।





তিনি বলেন, গত এক মাসে নতুন করে দুটি কারখানা সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি আমাদের ব্র্যান্ডিংকে আরও মজবুত করেছে এবং ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে এটি নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর।





বিজিএমইএর তথ্যমতে, নতুন কারখানা দুটির মধ্যে একটির প্লাটিনাম রেটিং ও অন্যটি গোল্ড রেটিংয়ের। যার মধ্যে গোল্ড রেটিংয়ে নারায়ণগঞ্জ হাজারীবাগের বর্ণালী কালেকশনস লিমিটেড। প্রতিষ্ঠানটিকে গত ২৮ অক্টোবর গোল্ড লিড সার্টিফিকেট দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পয়েন্ট ৬৪।





এছাড়াও ৮৫ স্কোর পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে বেক্সিমকো। আরও কিছু কারখানা পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।





উল্লেখ্য, পোশাক কারখানায় সবুজ সংকেতের দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয়। বাংলাদেশের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে।





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান