সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৪২ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড ১ কোটি ৬৭ লাখ, বেক্সিমকো ১ কোটি ৫৫ লাখ, আইএফআইসি ব্যাংক ১ কোটি ৮২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ১ কোটি ৮৫ লাখ ও সামিট পাওয়ার ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অর্থসংবাদ/কেএ