মাত্র তিন যুগ ব্যবসা করেই বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ভারতের গৌতম আদানি। তথাকথিত উচ্চশিক্ষিত ডিগ্রিধারী নন, উত্তরাধিকার সূত্রেও তেমন কোনো সম্পত্তি পাননি, তারপরও অর্থনীতির দুনিয়ায় তিনি এখন বিশাল রাজত্বের মালিক। আর এসবই সম্ভব হয়েছে আদানির তীক্ষ্ণ দূরদৃষ্টি, বুদ্ধিমত্তা ও পরিশ্রমের ফলে। অফুরন্ত অর্থকড়ি থাকা সত্ত্বেও ৬০ বছর বয়সে আজও দৈনিক ১২ ঘণ্টা অফিস করেন আদানি।
বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী পরিবার আদানিদের। কিন্তু আম্বানিদের মতো উত্তরাধিকার সূত্রে এই সৌভাগ্যের মালিক হননি তারা।